দেশজুড়ে

করোনা জয় করলেন সেই পুলিশ সুপারসহ ১১ জন

রংপুরের ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল থেকে সুস্থ হয়ে আরও ১১ জন বাড়ি ফিরলেন। মঙ্গলবার (১৯ মে) দুপুরে করোনামুক্ত হওয়ায় ওই ১১ জনকে ছাড়পত্র দেয়া হয়। বিদায় নেয়ার সময় হাসপাতালের তত্ত্বাবধায়কসহ চিকিৎসকরা তাদের শুভেচ্ছা জানান। ছাড়পত্রপ্রাপ্তরা হলেন- রংপুরের পীরগাছা উপজেলার সুমি বেগম (২৯) ও হাসিনা (৩০), মিঠাপুকুর উপজেলার শরিফুল (২৫), রংপুর শহরের নসিরন (৮০), এসআই রফিকুল ইসলাম, পুলিশ সদস্য রুহুল আমিন (৩৫), জহরুল ইসলাম (২৩), রুহুল আমিন (২৪) ও আনসার সদস্য আল মামুন (২৮) এবং রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরএফএফ) কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মেহেদুল করিম (৪৮) এবং তার স্ত্রী বেগম হাওয়া বিবি (৩৭)। ছাড়পত্র প্রদানের বিষয়টি নিশ্চিত করে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এসএম নূরুন নবী জাগো নিউজকে জানান, নসিরন ৯ মে, সুমি বেগম ১১ মে, রুহুল আমিন, জহরুল ইসলাম, রুহুল আমিন, আল মামুন, রফিকুল ইসলাম, শরিফুল ইসলাম ও হাসিনা ১২ মে এবং মেহেদুল করিম ও হাওয়া বিবি ১৪ মে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে ভর্তি হন।

Advertisement

এই ১১ জন ব্যক্তির শরীরে কোভিড-১৯ এর উপসর্গ না থাকায় এবং পরপর দুবার নমুনা পরীক্ষা করে নেগেটিভ রিপোর্ট পাওয়ায় মঙ্গলবার তাদের ছাড়পত্র প্রদান করা হয়েছে। এ নিয়ে মোট ৪৭ জন এই হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরলেন। বর্তমানে হাসপাতালে ৩৪ জন কোভিড-১৯ আক্রান্ত রোগী চিকিৎসাধীন বলেও জানান এই কর্মকর্তা।

প্রসঙ্গত, গত ৬ মে পুলিশ সুপার মেহেদুল করিমের করোনা শনাক্ত হওয়ার পরপরই তিনি ফেসবুক লাইভে এসে করোনা আক্রান্ত অন্য রোগীদের মনোবল বাড়াতে সাহস জোগান। পরে ৮ মে তার স্ত্রীসহ ওই পরিবারের আরও চারজনের করোনা শনাক্ত হলে সেদিনও স্ত্রীসহ ফেসবুকে লাইভে এসে আবারও সচেতনমূলক বার্তা প্রচার করেন।

জিতু কবীর/এফএ/এমকেএইচ

Advertisement