গার্মেন্টসসহ অন্যান্য শিল্পের শ্রমিক-কর্মচারীদের বেতন-বোনাস ঈদের আগে দ্রুত পরিশোধের জন্য কারখানার মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।
Advertisement
মঙ্গলবার রাজধানীর মিরপুর-১০ নম্বরের আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণকালে এ কথা বলেন তিনি।
শিল্প প্রতিমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির মধ্যে যেসব প্রতিষ্ঠান চালু আছে সেগুলোকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩১ দফা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনাসমূহ পরিপূর্ণভাবে অনুসরণ করে কাজ করতে হবে। প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে উৎপাদন অব্যাহত রাখতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, করোনা সংকটে গরিব মানুষের কষ্ট লাঘবে সরকার আন্তরিকভাবে কাজ করছে। ৫০ লাখ দরিদ্র জনগোষ্ঠীর কাছে নগদ অর্থ সহায়তা ও দেশের সর্বত্র মানবিক খাদ্য সহায়তা কার্যক্রমের মতো বিশাল কর্মসূচি পরিচালনা করে এ ক্রান্তিলগ্নে সরকার জনগণের পাশে দাঁড়িয়েছে।
Advertisement
তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনাসমূহ অনুসরণ করে ঈদুল ফিতরের নামাজের জামায়াত আদায় করার আহ্বান জানিয়ে বলেন, ঈদের নামাজের জামায়াত খোলা ময়দানে নয়, নিকটস্থ মসজিদে আদায় করতে হবে। নামাজের আগে সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দ্বারা পরিষ্কার করতে হবে। জামাতে আগত মুসল্লিদের অবশ্যই মাস্ক পরিধান করে মসজিদে আসতে হবে।
শিল্প প্রতিমন্ত্রী আজ ব্যক্তিগতভাবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৪ ও ৯৪ নং ওয়ার্ডের গরিব ও অসহায় দুই হাজার পরিবারের মাঝে ঈদের উপহার হিসেবে চাল, ডাল, আটা, আলু, সেমাই, চিনি, শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
এমইউএইচ/এমএসএইচ/পিআর
Advertisement