২৫০ শয্যা বিশিষ্ট ক্যান্সার হাসপাতাল নির্মাণের লক্ষ্যে তহবিল সংগ্রহের জন্য বাংলাদেশ ক্যান্সার সোসাইটি মোট ৪০ লাখ টাকার ৬২০টি পুরুস্কার ঘোষাণা করে সোমবার থেকে টিকেট বিক্রি শুরু করেছে।সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মুক্তিযোদ্ধা আ.ক.ম মোজাম্মেল হক টিকিট বিক্রির উদ্বোধন করেন।ক্যান্সার সোসাইটির সভাপতি ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডা. মোল্লা ওবায়েদুল্লাহ বাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, ক্যান্সার সোসাইটির মহাসচিব গোলাম মোস্তাফা, ক্যান্সার বিশেষজ্ঞ গোলাম মোহাম্মদ ফারুক প্রমূখ।আ.ক.ম মোজাম্মেল হক বলেন, মায়েরা তার বাচ্চাদের বুকের দুধ না খাওয়ালে স্তন ক্যান্সার হবার সম্ভবনা থাকে। ক্যান্সার নিরমায়ে দরকার সচেতনতা বাড়োনো।তিনি বলেন, এ হাসপাতালটি নির্মাণে মোট খরচ দাঁড়াবে ৪শ কোটি টাকা। নির্মাণে ব্যায় হবে ৩শ কোটি এবং আনুষাঙ্গিক যন্ত্রপাতিতে আরো ১শ কোটি টাকা ব্যয় হবে।সবাইকে টিকিট ক্রয়ের জন্য তিনি আহ্বান জানান। সরকারের অনুমতি নিয়েই তহবিল সংগ্রহের লক্ষ্যে ক্যান্সার সোসাইটির লটারির টিকিট বাজারজাত করছে বলেও জানান তিনি।ক্যান্সার বিশেষজ্ঞ এম এ হাই বলেন, বিশ্বের সব ক্যান্সারের এক তৃতীয়াংশ সম্পূর্ণ নিরাময়যোগ্য। আর বাংলাদেশের ক্যান্সারের অর্ধেকই সম্পূর্ণ ভাবে নিরাময় করা সম্ভব।তিনি বলেন, আমাদের দেশের মা বোনদের লজ্জার করণে তাদের স্তন ক্যান্সারের পরিমাণ বাড়েছে। তবে এখন মা-বোনেরা অনেক সচেতন হচ্ছে। দেশে ক্যান্সার চিকিৎসার জন্য দরকার ১২০ টা সেন্টার। বর্তমানে যার সংখ্যা মাত্র ৬টা।ক্যান্সার বিশেষজ্ঞ গোলাম মোহাম্মদ কদের বলেন, স্বাস্থ্য সম্মত খাবার না খেলে এবং চর্বিযুক্ত খাবার খেলে ক্যান্সার হবার সম্ভবনা থাকে।সভাপতির বক্তব্যে ডা. মোল্লা ওবায়েদুল্লাহ বাকী শরীরের কোন স্থানে অস্বাভাবিক পিণ্ড দেখা দিলে লজ্জা না করে ক্যান্সার বিশেষজ্ঞদের শরণাপন্ন হাবার পরামর্শ দেন।অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ ক্যান্সার সোসাইটি ও বাংলাদেশ ক্যান্সার সোসাইটি হসপিটাল অ্যান্ড ওয়েলফেয়ার হোম এর যৌথ উদ্যোগে মাসব্যাপি স্তন ক্যান্সার শনাক্ত করার জন্য “ব্রেস্ট স্ক্রিনিং প্রোগ্রাম” চলছে। এখানে প্রতিদিন ক্যান্সার বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ক্যান্সার রোগিদের বিনামূল্যে স্তন পরীক্ষা ও চিকিৎসা দেয়া হচ্ছে।ক্যান্সার সোসাইটির প্রতিটি টিকিটের মূল্য ধরা হয়েছে ২০ টাকা, যা মোবাইলে মাধ্যমেও ক্রয় করা যাবে। আগামী ডিসেম্বরের ২ তারিখে লাটারির ড্র হবার কথা রয়েছে।এএম/এসকেডি/পিআর
Advertisement