বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে পড়েছে গোটা বিশ্ব। দেশেও প্রায় দেড় মাস ধরে চলছে সাধারণ ছুটি। এই ছুটিকে কার্যত লকডাউনই বলা চলে। এতে শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন বন্ধ, ধস নেমেছে ব্যবসা-বাণিজ্যে।
Advertisement
কিন্তু এর মধ্যে তৈরি পোশাকসহ কিছু প্রতিষ্ঠান চালু করা হয়েছে। তবে করোনায় আক্রান্তের হার দিনকে দিন বেড়ে চলাই তা নিয়েও সমালোচনা রয়েছে।
এ ক্রান্তিকালে সার্বিক বিষয়ে করোণীয় ঠিক করতে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে ‘বাণিজ্য সহায়ক পরামর্শক কমিটির’ সপ্তম আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে বলে মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. আব্দুল লতিফ বকসী জানিয়েছেন।
Advertisement
বৈঠকে অনলাইনে সংযুক্ত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান। সভাটি সীমিত আকারে অনলাইন প্লাটফর্ম জুমের মাধ্যমে অনুষ্ঠিত হবে।
এমইউএইচ/বিএ/এমকেএইচ