দেশজুড়ে

শরীয়তপু‌রে ক‌রোনা আক্রান্ত হ‌য়ে শিশুর মৃত‌্যু

শরীয়তপু‌রের ন‌ড়িয়া উপ‌জেলায় ক‌রোনাভাইরা‌সে আক্রান্ত হ‌য়ে ৯ বছ‌রের এক মে‌য়ে ‌শিশুর মৃত‌্যু হ‌য়ে‌ছে। এছাড়া সদর উপ‌জেলায় ২৪ বছ‌রের এক নারীও ক‌রোনায় আক্রান্ত হ‌য়ে‌ছেন।

Advertisement

এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭৩ জনে দাঁড়াল। এই প্রথম শরীয়তপুরে এক শিশু করোনায় আক্রান্ত হয়ে মৃত‌্যুবরণ ক‌রে‌ছে। সে ন‌ড়িয়া উপ‌জেলা ভো‌জেশ্বর ইউ‌নিয়‌নের আচুড়া এলাকার বা‌সিন্দা। গত ১০ মে ক‌রোনার উপসর্গ নি‌য়ে অসুস্থ অবস্থায় শিশু‌টি‌কে তার প‌রিবার ঢাকা শিশু হাসপাতা‌লে নি‌য়ে ভ‌র্তি ক‌রে।

চি‌কিৎসাধীন অবস্থায় ১২ মে তার মৃত‌্যু হয়।‌ ওই দিনই স্বাস্থ‌্য বিভাগ ‌শিশু‌টির নমুনা সংগ্রহ ক‌রে আইইডি‌সিআরে পাঠা‌য়। সোমবার শিশু‌টির করোনা ফলাফল পজি‌টিভ এসে‌ছে।

এদিকে, শরীয়তপুরে ২৭ করোনা রোগী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। সোমবার (১৮ মে) রাত ১০টার দি‌কে এসব তথ্য নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ এবং ন‌ড়িয়া উপ‌জেলা স্বাস্থ‌্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা।

Advertisement

শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয়ের জেলা করোনা কন্ট্রোল রুমের সমন্বয়ক ডা. আবদুর রশিদ বলেন, জেলার ৭৩ জন করোনা আক্রান্তদের মধ্য থেকে স্বাস্থ্য বিভাগের পরিচর্যায় চিকিৎসাপ্রাপ্ত ২৭ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। গত ২৪ ঘণ্টায় জেলায় ২ হাজার ৮৭ জনের নমুনা সংগ্রহ করা হয়। এক হাজার ৮২৫ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এই প্রথম শরীয়তপুরে এক শিশু করোনায় আক্রান্ত হয়ে মৃত‌্যুবরণ ক‌রে‌ছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় তিনজনের মৃত্যু হয়েছে।

৪ এপ্রিল করোনায় আক্রান্ত শরীয়তপুরের নড়িয়া উপজেলার ৯০ বছরের এক বৃদ্ধ ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত ২৬ এপ্রিল করোনায় আক্রান্ত ৪৫ বছরের এক ব্যক্তি ডামুড্যা পৌরসভার ৩নং ওয়ার্ডে নিজ বাড়িতে মারা যান। গত ১২ মে নড়িয়া উপজেলার ৯ বছ‌রের এক মে‌য়ে ‌শিশু ঢাকা শিশু হাসপাতা‌লে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

মো. ছ‌গির হো‌সেন/এমএএস/এমআরএম

Advertisement