খেলাধুলা

জোড়া শতকে চালকের আসনে বরিশাল

জাতীয় লিগের চতুর্থ পর্বের ম্যাচে সিলেট বিভাগের বিপক্ষে সালমান হোসেন এবং আল-আমিনের দুর্দান্ত শতকে চালকের আসনে রয়েছে বরিশাল বিভাগ। দিন শেষে ৩৯৪ রানে এগিয়ে রয়েছে তারা।সোমবার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আগের দিনের তিন উইকেটে ১৫১ রান নিয়ে ব্যাট করতে নামে বরিশাল। এদিন সালমান হোসেন এবং আল-আমিনের দারুণ ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায় নাফিসের দল। চতুর্থ উইকেট জুটিতে এই দুই ব্যাটসম্যান ২৩০ রান যোগ করেন। ফলে শেষ পর্যন্ত ৪৪৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করে তারা।দলের পক্ষে আল আমিন সর্বোচ্চ ১৫৭ রান করেন। ১৯৭ বল মোকাবেলা করে ১৬টি চার এবং তিনটি ছক্কায় এই রান সংগ্রহ করেন তিনি। আর সালমান হোসেন করেন ১৪৬ রান। ১৮৪ বলের এই ইনিংসে চার মারেন ১৫টি। এছাড়া শেষ দিকে সোহাগ গাজী ঝড়ো ব্যাটিং করে অর্ধশতক আদায় করে নেন। মাত্র ৩৭ বলে ৭টি চার এবং ১টি ছক্কায় ৫০ রান করেন এই অলরাউন্ডার।শেষ পর্যন্ত সাত উইকেট হারিয়ে ৪৬৪ রান করে ইনিংস ঘোষণা করেন বরিশালের অধিনায়ক নাফিস ইকবাল। সিলেটের পক্ষে রাহাতুল ফেরদৌস এবং খালেদ আহমেদ যথাক্রমে ৮৩ ও ৯২ রানে তিনটি করে উইকেট নেন। এছাড়া নাসিম আহমেদ পান একটি উইকেট। সিলেট বিভাগ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে ৫৪ রান করে হারিয়েছে দুটি উইকেট। ইমতিয়াজ হোসেন ৩২ রান করে সোহাগ গাজির বলে আউট হন। বরিশালের পক্ষে সোহাগ গাজী এবং মনির হোসেন একটি করে উইকেট নেন। আরটি/এসকেডি/পিআর

Advertisement