দেশজুড়ে

করোনা আক্রান্ত বেড়ে যাওয়ায় বরিশালের সব মার্কেট বন্ধ

বরিশালের সব মার্কেট, বিপণিবিতান, শপিংমল ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। আগামীকাল মঙ্গলবার (১৯ মে) ভোর ৬টা থেকে থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Advertisement

রোববার (১৮ মে) বিকেলে বরিশালের জেলা প্রশাসক (ডিসি) এসএম অজিয়র রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মার্কেট, বিপণিবিতান ও শপিংমলসহ ব্যবসাপ্রতিষ্ঠানগুলো শর্তসাপেক্ষে খোলা রাখার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু গত কয়েকদিনে জেলা শহর এবং জেলার গুরুত্বপূর্ণ বিপণিবিতান ও শপিংমল পর্যবেক্ষণ করে অধিকাংশ ক্ষেত্রে শর্ত লঙ্ঘনের বিষয়টি নজরে পড়ে। বিপণিবিতান ও শপিংমলগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। এতে জেলায় করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। গত কয়েক দিনে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে।

এমন পরিস্থিতিতে জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির পরামর্শ অনুযায়ী এবং স্বাস্থ্যবিভাগের অনুরোধে জেলার সব মার্কেট, বিপণিবিতান, শপিংমল ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে নিত্যপ্রয়োাজনীয় পণ্য ও ওষুধের দোকানসহ জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও পরিবহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Advertisement

সাইফ আমীন/এএম/এমএস