দেশজুড়ে

সেনাবাহিনীর এক মিনিটে বাজার, সব জিনিস ফ্রি

করোনাভাইরাসের মহামারিতে মানুষের যখন হাঁসফাঁস অবস্থা তখন খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও মানিকছড়িতে অসহায়-কর্মহীন মানুষকে বিনামূল্যে খাবার দিতে মানবিক উদ্যোগ নিয়েছে সেনাবাহিনী।

Advertisement

‘এক মিনিটের বাজার’ নামে এক ব্যতিক্রমী বাজারের আয়োজন করেছে সেনাবাহিনী। নামে বাজার হলেও এটি সেনাবাহিনীর একটি জনসেবামূলক কাজ।

সোমবার (১৮ মে) সকালে মাটিরাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ‘এক মিনিটের বাজার’র উদ্বোধন করেন গুইমারা বিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহরিয়ার জামান।

সামাজিক দূরত্ব নিশ্চিত করে ‘এক মিনিটের বাজার’ নামে ব্যতিক্রমী এ উদ্যোগের উদ্বোধন করে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. শাহরিয়ার জামান বলেন, এটি একটি সেবামূলক কার্যক্রম। গ্রামীণ অর্থনীতিকে সচল ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে সেনাবাহিনীর পক্ষে এ উদ্যোগ নেয়া হয়েছে। যতদিন সম্ভব এটি অব্যাহত রাখা হবে।

Advertisement

এ সময় উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লে. কর্নেল নওরোজ নিকোশিয়ার, সিন্দুকছড়ি জোনের অধিনায়ক লে. কর্নেল কাজী কাওসার জাহান ও গুইমারা রিজিয়নের জিটুআই মেজর মো. মঈনুল আলম।

একই দিন জেলার মানিকছড়িতে সিন্ধুকছড়ি জোনের ব্যবস্থাপনায় রানী নিহার দেবী উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয় সেনাবাহিনীর ‘এক মিনিটের বাজার’।

মাটিরাঙ্গা ও মানিকছড়িতে সেনাবাহিনীর ব্যতিক্রমী আয়োজন ‘এক মিনিটের বাজার’ থেকে অসহায় মানুষ বিনামূল্যে চাল, বরবটি, মিষ্টি কুমড়া, ঢেঁড়স, শসা, আলু, চিচিঙ্গা ও বিভিন্ন ধরনের সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহ করেছেন।

সেনাবাহিনীর এমন উদ্যোগে খুশি পাহাড়ের কর্মহীন লোকজন। পাশাপাশি সেনাবাহিনীর কাছে সরাসরি ন্যায্যমূল্যে সবজি বিক্রি করে দাম ভালো পেয়ে খুশি গুইমারা এলাকার প্রান্তিক কৃষকরা।

Advertisement

সকাল থেকে সামাজিক দূরত্ব নিশ্চিত করে কোনো প্রকার ঝামেলা ছাড়াই প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করেছে কর্মহীন হতদরিদ্র মানুষ। এক মিনিটের বাজারের প্রবেশপথে ছিল জীবাণুনাশক বুথ ও হাত ধোয়ার ব্যবস্থা।

মুজিবুর রহমান ভুইয়া/এএম/এমএস