করোনাভাইরাসের উপসর্গ নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে এক নারী (৫৫) মারা গেছেন।
Advertisement
সোমবার (১৮ মে) বিকেল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন ডা. শৈলেন্দ্র নাথ বিশ্বাস।
ডা. শৈলেন্দ্র নাথ বিশ্বাস বলেন, খুলনার বটিয়াঘাটা উপজেলার শুকদারা এলাকার ওই নারী জ্বর, শ্বাসকষ্ট নিয়ে সোমবার সকালে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। বিকেল সাড়ে ৪টায় তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
আলমগীর হান্নান/এএম/এমএস
Advertisement