রংপুর মেডিকেল কলেজের (রমেক) পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষা করে দুই জেলায় আরও ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে এক উপজেলা পরিষদের চেয়ারম্যান, পুলিশ ও আনসার সদস্য রয়েছেন।
Advertisement
আক্রান্তদের মধ্যে রংপুরে ৭ জন এবং কুড়িগ্রামে ২ জন রয়েছেন। এ নিয়ে রংপুর জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২২২ জনে।
সোমবার (১৮ মে) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।
তিনি জানান, রমেকের অনুজীব বিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনার পরীক্ষা সম্পন্ন হয়। এতে রংপুর ও কুড়িগ্রাম জেলার ৯ জনের নমুনায় করোনা শনাক্ত হয়। আক্রান্তরা হলেন, রংপুর সদর উপজেলা চেয়ারম্যান, সদ্যপুষ্করিণী ইউনিয়নের এক তরুণী (২০), গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের এক বৃদ্ধ (৬০), পীরগাছা উপজেলার এক যুবক (২০), নগরীর জুম্মাপাড়ার এক নারী (৩১), কেরানীপাড়া জামতলা মসজিদ এলাকার এক তরুণী (২০) এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আনসার ক্যাম্পের এক সদস্য (৫৭)। এছাড়া কুড়িগ্রাম পুলিশ লাইন্সের দুই নারী পুলিশ সদস্য রয়েছেন।
Advertisement
জিতু কবীর/এফএ/এমএস