শেরপুরের মধুটিলা ইকোপার্কে নববধূর শ্লীলতাহানি ও চাঁদা দাবি করে না পেয়ে ইন্টারনেটে অশ্লীল ভিডিও ছড়িয়ে দেয়ার চাঞ্চল্যকর মামলার রায় ৩ নভেম্বর নির্ধারণ করেছে আদালত। সোমবার বিকেলে শেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যুক্তিতর্ক শেষে বিচারক মো. সাইদুর রহমান খান এ তারিখ নির্ধারণ করেন।যুক্তিতর্ক শেষে শেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু বলেন, চাঞ্চল্যকর এ মামলায় ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। আজ যুক্তিতর্ক শেষ করে আদালত আগামী ৩ নভেম্বর রায়ের দিন ধার্য করেছেন। আমরা আশা করছি আসামিদের সর্বোচ্চ শাস্তি হবে।উল্লেখ্য, গত বছরের ১৭ জুলাই নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কে স্বামীর সঙ্গে বেড়াতে যাওয়া ওই নববধূকে বখাটেরা অস্ত্রের মুখে জোরপূর্বক শ্লীলতাহানি করে মোবাইল ফোনে অশ্লীল ভিডিও ধারণ করে। পরে ওই নববধূর পরিবারের নিকট ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে না পেয়ে বখাটেরা মোবাইলে ব্লু ট্রুথ ও ইন্টারনেটে সেই অশ্লীল ভিডিও ছড়িয়ে দেয়।চাঞ্চল্যকর এ ঘটনায় ওই নববধূ বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ৫ বখাটে শফিকুল ইসলাম, আ. ছালাম, মনু মিয়া, গোলাম মোস্তফা ও স্বামী নজরুল ইসলাম বুলবুলকে আসামি করে নালিতাবাড়ী থানায় দু’টি পৃথক মামলা দায়ের করেন।চাঞ্চল্যকর এ যৌন নিপীড়ন ও শ্লীলতাহানির ঘটনায় তদন্ত শেষে পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর ১০/৩০ ধারায় ওই ৫ আসামির বিরুদ্ধে গত বছরের ২৪ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করলে ট্রাইব্যুনাল অভিযোগপত্র গ্রহণ করে বিচার প্রক্রিয়া শুরু করেন। পর্নোগ্রাফির মামলাটিতে আসামি পলাতক থাকায় বিচারের প্রস্ততি চলছে বলে আদালত সূত্রে জানা গেছে।হাকিম বাবুল/এসএস
Advertisement