খেলাধুলা

তাসামুলের শতকে এগিয়ে চট্টগ্রাম

জাতীয় লিগের চতুর্থ পর্বের ম্যাচে রাজশাহী বিভাগের তাসামুল হকের অপরাজিত শতকে ভর করে এগিয়ে রয়েছে চট্টগ্রাম বিভাগ। দিন শেষে ৪৫ রানে এগিয়ে রয়েছে তারা। তবে চট্টগ্রামকে প্রথম ইনিংসে বড় লিড নিতে দেয়নি রাজশাহীর সানজামুল ইসলাম। একাই চট্টগ্রামের আট উইকেট লাভ করেন এই উদয়মান তারকা।সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগের দিনের চার উইকেটে ২৩৮ রান নিয়ে ব্যাট করতে নামে চট্টগ্রাম বিভাগ। সানজামুলের বোলিং তোপে পড়ে এদিন দেশি রান যোগ করতে পারেনি তারা। তবে একপ্রান্তে সাবলীল ব্যাট করে ১৩৪ রানে অপরাজিত থাকেন তাসামুল হক। ৩৭২ বল মোকাবেলা করে এই রান করতে চার মারেন ১৪টি।এছাড়া ইরফান শুক্কুর ১৬৭ বলে ৫৩ রান করেন। রাজশাহীর পক্ষে ১০৬ রানের বিনিময়ে একাই আটটি উইকেট তুলে নেন সানজামুল। এছাড়া শাফাক আল জাবির এবং নাহিদুজ্জামান একটি করে উইকেট পান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দুই উইকেট হারিয়ে ৯৭ রান সংগ্রহ করে রাজশাহী। তবে শুরুটা ভালো করেছিল তারা। উদ্বোধনী জুটিতে ৫৪ রান সংগ্রহ করার পর আউট হন মিজানুর রহামান (২৭)। আরেক উদ্বোধনী ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত ৩৯ রানে অপরাজিত রয়েছেন। অধিনায়ক জুনায়েদ সিদ্দিকি করেন ১৭ রান।চট্টগ্রামের পক্ষে মেহেদী হাসান রানা এবং মোহাম্মদ সাইফুদ্দিন একটি করে উইকেট পান। প্রথম ইনিংসে ইফতেখার সাজ্জাদের বোলিং তোপে ২০৮ রানে অলআউট হয় রাজশাহী বিভাগ।আরটি/এসএইচএস/পিআর

Advertisement