দেশজুড়ে

শেরপুরে পুলিশ-নার্সসহ আরও ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত

শেরপুরে পুলিশ-নার্সসহ নতুন করে আরও ১৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৫ জন। তাদের মধ্যে ২৮ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন। রোববার (১৭ মে) রাতে শেরপুরের সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ এ তথ্য নিশ্চিত করেন।

Advertisement

তিনি জানান, নতুন করে আক্রান্তদের মধ্যে নালিতাবাড়ী থানার দুই এএসআই ও দুই কনস্টেবল, শেরপুর সদর থানার এক এএসআই ও এক পুলিশ কনস্টেবল, ডিবি পুলিশের এক কনস্টেবল ও শ্রীবরদী থানার এক কনস্টেবল রয়েছেন।

এছাড়াও শেরপুর জেলা সদর হাসপাতালের একজন সিনিয়র স্টাফ নার্স, নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্বাস্থ্যকর্মী, শেরপুর সদর উপজেলার মুন্সিরচর গ্রামের একজন ও শেরপুর পৌরসভার গৃদানারায়ণপুর এলাকার দুইজন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের প্রাতিষ্ঠানিক ও হোম আইসোলেশনে রাখা হয়েছে বলে জানান সিভিল সার্জন।

আরএআর/জেআইএম

Advertisement