বাংলাদেশে নারীর ক্ষমতায়ন ও নারী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন জাপান এক্সটারনাল ট্রেড অরগাইজেশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কেই কাওয়ানো। জাপান এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে তাদের দেশেও নারীর ক্ষমতায়নকে আরো এগিয়ে নিতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে সোমবার তার সংসদ ভবনস্থ কার্যালয়ে সাক্ষাত করে এ কথা বলেন তিনি।তিনি বলেন, শুধু রাজনৈতিক ক্ষেত্রেই নয় বরং অর্থনৈতিক ক্ষেত্রেও বাংলাদেশে নারীর ক্ষমতায়ন প্রশংসার দাবিদার। সাক্ষাতকালে তারা দু’দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এসময় স্পিকার জাপান সফরে তার অভিজ্ঞতা এবং জাপানের প্রধানমন্ত্রী ও জাপানের পার্লামেন্টের উভয় কক্ষের স্পিকারের সাথে সাক্ষাৎ এবং তাদের আন্তরিকার কথা তুলে ধরেন। এসময় প্রতিষ্ঠানটি এসিস্ট্যান্ট রিপ্রেজেন্টেটিভ মারি তানাকা পরিচালক লিটন সি. সরকারসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এইচএস/এসএইচএস/পিআর
Advertisement