লক্ষ্মীপুরে নতুন করে চিকিৎসক ও জনপ্রতিনধিসহ ৯ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে।তাদের মধ্যে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪ জন চিকিৎসক, দুজন নার্স ও একজন জনপ্রতিনিধি রয়েছেন।
Advertisement
এ নিয়ে লক্ষ্মীপুরে করোনা আক্রান্তের সংখ্যা ৯৯ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ৩৫ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
রোববার (১৭ মে) রাতে জেলা সিভিল সার্জন আবদুল গাফফার বিষয়টি নিশ্চিত করে জানান, নতুন করে ৮১ জনের নমুনা পরীক্ষার ফলাফলে রায়পুরে ৮ ও সদরে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪ জন রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও একই হাসপাতালের দুজন নার্স রয়েছেন।
রায়পুরের নতুন করোনা শনাক্তদের মধ্যে একজন উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম মারুফ বিন জাকারিয়া। তিনি বাড়ি বাড়ি খাদ্য পৌঁছে দিতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন।
Advertisement
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জেলার ৯৯ জন রোগীর মধ্যে সদরে ২৮, রামগঞ্জে ২২, কমলনগরে ৮, রামগতিতে ১০ ও রায়পুর উপজেলায় ৩১ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে। প্রথম দিকেই রামগঞ্জের এক মৃত ব্যক্তির করোনা পজিটিভ আসে।
ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫ জন। এর মধ্যে কমলনগরে ৬, রামগতিতে ৫, রামগঞ্জে ১৩, সদর উপজেলা ২১ জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত হাসপাতালে ২৩ ও ৪০ জন আইসোলেশনে রয়েছেন।
কাজল কায়েস/এমএসএইচ
Advertisement