দেশজুড়ে

সুনামগঞ্জে একদিনে আরও ৫ জনের করোনা শনাক্ত

সুনামগঞ্জে একদিনে আরও পাঁচজন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৫ জনে। তাদের মধ্যে ৩৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Advertisement

রোববার (১৭ মে) রাতে বিষয়টি নিশ্চিত করে জেলা স্বাস্থ্য বিভাগ। নতুন আক্রান্তদের মধ্যে রয়েছে জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার তিনজন, তাহিরপুর উপজেলার একজন ও ছাতক উপজেলার একজন।

জানা গেছে, রোববার রাজধানী ঢাকার করোনা পরীক্ষা ল্যাবে সুনামগঞ্জের কয়েজনের নমুনা পাঠানো হলে জেলার তিন উপজেলার পাঁচজনের রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্তদের আইসোলেশনে নিয়ে আসার প্রস্তুতি নিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, আমাদের ঢাকার ল্যাবে সুনামগঞ্জের পাঁচজনের করোনা শনাক্ত হয়েছে। তাদের আইসোলেশনে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে।

Advertisement

উল্লেখ্য, গত ১২ এপ্রিল সুনামগঞ্জে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়, যা রোববার পর্যন্ত ৭৫ জনে দাঁড়িয়েছে।

মোসাইদ রাহাত/এমএসএইচ