মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ হাজার ৭৩৬ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৪ হাজার ৭৫২ জনে।
Advertisement
রোববার (১৭ মে) সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও দশজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩১২ জন। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৫৬ জন। মোট সুস্থের সংখ্যা ২৫ হাজার ৭২২।
সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মক্কা মুকাররমে ৫৫৭ জন, রাজধানী রিয়াদে ৪৮৮ জন, মদিনা মুনাওয়ারায় ৩৯২ জন, বন্দর নগরী জেদ্দায় ৩৫৭ জন, দাম্মামে ২৮৬ জন, আল হুফুফে ১৪৯ জন, আল জুবাইলে ১৪৯ জন, তায়েপে ৮১ জন, আল খোবারে ৫১ জন, ক্বাতিপে ২৪ জন, তাবুকে ১৮ জন, জাহারানে ১৫ জন।
সৌদিতে প্রাণঘাতী করোনার বিস্তার বেড়েই চলেছে। এদিকে শনিবার (১৬ মে) পর্যন্ত দেশটিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দার হিসাব অনুযায়ী, জেদ্দা কনসুলেটর অধিক্ষেত্র তথা পশ্চিমাঞ্চলের এলাকাগুলোতে মোট ৯২ জন প্রবাসী বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর তথ্য নথিভুক্ত করা হয়েছে, যা জেদ্দা কনস্যুলেটের শ্রম কাউন্সেলর আমিনুল ইসলাম নিশ্চিত করেছেন।
Advertisement
উল্লেখ্য, সৌদি আরবে রিয়াদসহ পূর্বাঞ্চলের অধিক্ষেত্র বাংলাদেশ দূতাবাস রিয়াদের আওতায় এবং জেদ্দাসহ পশ্চিমাঞ্চলের অধিক্ষেত্র বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার আওতায়।
গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। বর্তমানে বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। বিশ্ব জুড়েআক্রান্তের সংখ্যা বাড়ছেই। বর্তমানে বিশ্বব্যাপী মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৭ লাখ ৭০ হাজারেরও বেশি। এতে মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ১৪ হাজার ৬৮৩ জনের। সুস্থ হয়ে উঠেছেন ১৮ লাখেরও বেশি মানুষ।
এমএসএইচ
Advertisement