আগামী ২০ মে অর্থাৎ ২৬ রোজার মধ্যে জাতীয় ও স্থানীয় পত্রিকা, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীদের বকেয়াসহ বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
Advertisement
রোববার (১৭ মে) ডিইউজের সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু এক বিবৃতিতে প্রিন্ট ও অনলাইন সংবাদ এবং টেলিভিশন মালিকদের প্রতি এ দাবি জানান।
বিবৃতিতে নেতারা বলেন, ইতিমধ্যে কয়েকটি পত্রিকা এপ্রিল মাসের বেতন ও ঈদ বোনাস পরিশোধ করলেও বেশির ভাগ প্রিন্ট ও অনলাইন সংবাদমাধ্যম এবং টেলিভিশন কর্তৃপক্ষ এখনও এপ্রিল ও তার আগের কয়েক মাসের বেতন বকেয়া রেখেছে। আবার দু-একটি সংবাদ প্রতিষ্ঠান এপ্রিলের বেতন দিলেও বোনাস পরিশোধ করেনি, যা উদ্বেগজনক।
রমজান ও করোনা দুর্যোগের মতো কঠিন সময়ে প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জামাদি ছাড়া কর্মক্ষেত্রে সার্বক্ষণিক কাজ করে যাওয়ার পরেও যেসব প্রতিষ্ঠান এখনও বেতন ও বোনাস পরিশোধ করেনি, তাদের আগামী ২০ মে ২৬ রমজানের আগেই বকেয়াসহ বেতন-বোনাস প্রদানের দাবি জানান নেতারা। অন্যথায়, এবার ঈদের দিন প্রত্যেকটি সংবাদ প্রতিষ্ঠানের মালিকের বাড়ির সামনে সাংবাদিক-কর্মচারীরা অবস্থান গ্রহণের মতো বেদনাদায়ক কর্মসূচি নিতে বাধ্য হবেন। এছাড়া নেতারা অবিলম্বে আলোকিত বাংলাদেশ, বাংলাদেশের খবর, জনতাসহ যে সংবাদপত্র নিয়মনীতি লঙ্ঘন করে প্রিন্ট ভার্সন বন্ধ রেখেছে, তাদের প্রকাশনা চালু এবং বকেয়া বেতন দ্রুত পরিশোধের আহ্বান জানান।
Advertisement
এদিকে, বিএফইউজের নির্বাহী কমিটির সদস্য ও সাবেক কোষাধ্যক্ষ বাসসের সিনিয়র সাংবাদিক খায়রুজ্জামান কামালের পিতা আবদুর রশিদ মিঞা (৯০) গত রাতে তার পাবনার নগরবাড়ির নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপুসহ নির্বাহী কমিটি সদস্যের বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও প্রয়াতের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকাহত পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা জানান।
এমইউ/এফআর/এমএস
Advertisement