জয়পুরহাটের আক্কেলপুরে ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজিতে আইসোলেশনে থাকা ইমরান হোসেন (২০) নামের এক করোনা রোগী পালিয়ে গেছেন। রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জয়পুরহাট জেলা সিভিল সার্জন ডা. সেলিম মিঞা।
Advertisement
পলাতক ইমরান জেলার ক্ষেতলাল উপজেলার তালসন গ্রামের মো. এনামুল হকের ছেলে।
আক্কেলপুর উপজেলার গোপীনাথপুরে ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজির আইসোলেশন সেন্টারের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. জালাল উদ্দিন জানান, রোববার সকালে আইসোলেশন সেন্টারের কর্মচারীরা সকালের খাবার ইমরানের কক্ষের সামনে রেখে আসে। অনেক সময় পেরিয়ে গেলেও খাবার না নেয়ায় তাদের সন্দেহ হয়। ঘরের ভেতর প্রবেশ করে দেখে সে কক্ষে নেই। শনিবার রাতে প্রচণ্ড ঝড়বৃষ্টির সময় সে পালিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে গত ৯ মে ঢাকা থেকে নিজ বাড়িতে আসার পর নমুনা পরীক্ষায় তার করোনা ধরা পড়ে। পরে ১২ মে তাকে আইশোলেশনে ভর্তি করা হয়। তার খোঁজে এখনও অনুসন্ধান চলছে বলেও জানান তিনি।
Advertisement
জয়পুরহাট জেলা সিভিল সার্জন ডা. সেলিম মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রোববার সকালে আমরা বিষয়টি জেনেছি। এখানে সবকিছু থাকার পরও কেন সে পালালো তা বোধগম্য নয়। তাকে খুঁজে বের করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে জানানো হয়েছে। তাকে খুঁজে বের করার জোর চেষ্টা চলছে বলে জানান সিভিল সার্জন।
রাশেদুজ্জামান/এফএ/এমকেএইচ