দেশজুড়ে

স্বাস্থ্যবিধি না মানায় যশোরের সব মার্কেট বন্ধ ঘোষণা

স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব না মানায় মঙ্গলবার (১৯ মে) সকাল থেকে যশোরের সব মার্কেট বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার (১৭ মে) বিকেলে যশোর সার্কিট হাউজে জেলা প্রশাসনের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। টানা ৪৪ দিন পর গত ১০ মে থেকে শর্ত সাপেক্ষে সীমিত আকারে ব্যবসা প্রতিষ্ঠান খোলার অনুমতি দেয়া হয়। স্বাস্থ্যবিধি না মানায় পুনরায় মার্কেট বন্ধ ঘোষণা করা হলো।

Advertisement

জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন, যশোর ৫৫ পদাতিক ডিভিশনের ৩৭ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নেয়ামুল হালিম খান, সিভিল সার্জন শেখ আবু শাহীন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।

জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সীমিত আকারে মার্কেট-দোকানপাট খুলে দেয়া হয়। সেই সঙ্গে বাজার মনিটরিং কমিটির সদস্যরা সারাক্ষণ মাইকিংসহ সামাজিক দূরত্ব রক্ষায় আপ্রাণ চেষ্টা চালায়। কিন্তু ব্যবসায়ী ও ক্রেতারা সামাজিক দূরত্ব বজায় না রাখায় যশোরে করোনা রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। সে কারণে এই জরুরি সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই সিদ্ধান্ত অমান্য করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

তবে ওষুধের দোকান সার্বক্ষণিক খোলা থাকবে। এছাড়া জরুরি কাজে নিয়েজিত যানবাহন চলাচল করবে। সামাজিক দূরত্ব বজায় রাখা ও সরকারি নির্দেশনা পালনে আগের মতোই জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Advertisement

মিলন রহমান/আরএআর/এমকেএইচ