জেলার দেবহাটা উপজেলার যে ২৩ জনের রোববার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে তারা সকলেই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ছিলেন। দুইদিন আগে তাদের কোয়ারেন্টাইন থেকে ছেড়ে দেয়া হয়। বিষয়টি আমাদের জানানো হয়নি। এসব কথা জানান সাতক্ষীরার দেবহাটা থানা পুলিশের ওসি বিপ্লব কুমার সাহা।
Advertisement
তিনি বলেন, পহেলা মে ঢাকার নারায়ণগজ্ঞ থেকে সাতক্ষীরার দেবহাটায় আসেন তারা। তাদেরকে আটক করে দেবহাটার খান বাহাদুর আহসান উল্লাহ্ কলেজে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়। তার ৩-৪ দিন পর সেখানে একজনের করোনা পজিটিভ ধরা পড়ে। তিনি চিকিৎসাধীন রয়েছেন। রোববার বাকিদের পজিটিভ রিপোর্ট এসেছে।
তিনি আরও বলেন, আক্রান্ত ২৩ জনের বাড়ি দেবহাটা উপজেলায়। সকলের বাড়ি লকডাউন করার প্রস্তুতি নেয়া হচ্ছে। আমরা কাজ শুরু করেছি। তাদের নাম-ঠিকানা আমাদের হাতে রয়েছে।
অন্যদিকে, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক মুখপাত্র ডা.জয়ন্ত কুমার জানান, রোববার বিকেলে হাতে পাওয়া রিপোর্টে নতুন করোনা শনাক্ত হওয়া ২৪ ব্যক্তির মধ্যে ২৩ জন দেবহাটা উপজেলার ও একজন আশাশুনি উপজেলার। তাদের ব্যাপারে বিস্তারিত খোঁজ নেয়া হচ্ছে।
Advertisement
আকরামুল ইসলাম/এমএএস/এমকেএইচ