আন্তর্জাতিক

করোনা: স্পেনে দুই মাস পর মৃত্যু একশ'র নিচে

নভেল করোনাভাইরাসে মৃত্যুপরীতে পরিণত হওয়া ইউরোপের দেশ স্পেনে প্রথমবারের মতো মৃত্যু নেমে এসেছে একশ'র নিচে। প্রায় দুই মাস পর রোববার দেশটিতে মাত্র ৮৭ জন করোনায় মারা গেছেন বলে জানিয়েছে স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

Advertisement

মন্ত্রণালয় বলছে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন আরও ৮৭ জন। যা আগের দিনের তুলনায় কম। শনিবার দেশটিতে প্রাণহানির এই সংখ্যা ছিল ১০২। করোনার প্রাদুর্ভাব কমে আসায় চলতি মাসের শুরুর দিকেই স্পেন সরকার লকডাউনের বিধি-নিষেধে শিথিলতার ঘোষণা দেয়। দেশটির অপ্রয়োজনীয় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও খাতের শ্রমিকদের স্বাস্থ্য ব্যবস্থা মেনে কাজে ফেরার অনুমতি দেয়া হয়।

স্পেনে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন অন্তত ২৭ হাজার ৬৫০ জন। এছাড়া প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩১ হাজার ৩৫০ জন।

ইউরোপের দেশগুলোর মধ্যে করোনায় সর্বাধিক প্রাণহানি ঘটেছে যুক্তরাজ্যে; দেশটিতে মারা গেছেন ৩৪ হাজার ৪৬৬। এরপরই মৃত্যুর এই তালিকায় আছে ইতালি, ফ্রান্স এবং স্পেন। ইতালিতে করোনা প্রাণ কেড়েছে ৩১ হাজার ৭৬৩, ফ্রান্সে ২৭ হাজার ৬২৫ জনের।

Advertisement

গত বছরের ডিসেম্বর চীনের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া এই ভাইরাসে এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ১৩ হাজারের বেশি মানুষ। বিশ্বের দুই শতাধিক দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৭ লাখ ৩৬ হাজারের বেশি।

সূত্র: রয়টার্স, ওয়ার্ল্ডমিটার।

এসআইএস/এমকেএইচ

Advertisement