করোনাভাইরাসের দুর্যোগময় পরিস্থিতিতে স্বাস্থ্য বাতায়ন হেল্প নম্বর ৩৩৩-এর প্রচারণায় ব্রাহ্মণবাড়িয়ায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
Advertisement
রোববার (১৭ মে) দুপুরে জেলা শহরের আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে জেলা প্রশাসনের আয়োজনে এ সংবাদ সম্মেলন হয়। এতে ‘৩৩৩’ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন।
ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলামের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামসুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. রুহুল আমীনসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন বলেন, করোনাভাইরাসের কারণে কর্মহীন ও অসহায়; যারা লজ্জায় কারও কাছে সাহায্য চাইতে পারেন না তারা ‘৩৩৩’ নম্বরে ফোন করে খাদ্য সহায়তা নিচ্ছেন। এই কল সেন্টার ইভটিজিং ও বাল্যবিয়ে রোধসহ নানা অপরাধ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Advertisement
আজিজুল সঞ্চয়/এএম/পিআর