জাতীয়

ওভারহেড বিদ্যুৎ সঞ্চালন লাইন আন্ডারগ্রাউণ্ডে নিচ্ছে পিজিসিবি

রাজধানীর উত্তরায় মেট্রোরেল স্টেশন স্থাপন কাজের জন্য প্রায় দুই কিলোমিটার এলাকায় হাইভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালনের ওভারহেড লাইন সরিয়ে নিচ্ছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লি. (পিজিসিবি)। ওই স্থানে ১৩২ কেভি ক্ষমতাসম্পন্ন সঞ্চালন লাইন মাটির নীচ দিয়ে চলবে বলে  পিজিসিবির পক্ষ থেকে বলা হয়। সোমবার পিজিসিবির জনসংযোগ কর্মকর্তা এ বি এম বদরুদ্দোজা খান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে  এ কথা জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৬ সালের এপ্রিল মাস নাগাদ এ কাজ সম্পন্ন করার লক্ষ্যে রোববার সন্ধ্যায় পিজিসিবি প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে চীনের সিসিসি ইঞ্জিনিয়ারিং জিয়াংসু ইটার্ন কোং লি. যৌথ প্রতিষ্ঠানের সঙ্গে দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে পিজিসিবি।অনুষ্ঠানে পিজিসিবি’র পক্ষে কোম্পানি সচিব মো. আশরাফ হোসেন এবং সিসিসি ও জিয়াংসু’র পক্ষে প্রকল্প সমন্বয়কারী ডি কে এম ফজলুল হক চুক্তিপত্রে স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, চুক্তি অনুযায়ী, উত্তরায় বিদ্যুতের সাবস্টেশন হতে বেড়িবাঁধ পয়েন্ট পর্যন্ত মোট ৯টি বিদ্যুৎ সঞ্চালন টাওয়ারে স্থাপিত লাইন পিজিসিবি’র তত্ত্বাবধানে মাটির নীচে সরানোর কাজ শেষ করবে সিসিসি ও জিয়াংসু ইটার্ন। এ কাজের চুক্তিমূল্য ২২ কোটি টাকা ধরা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।অনুষ্ঠানে পিজিসিবি ব্যবস্থাপনা পরিচালক মাসুম-আলবেরুনী, নির্বাহী পরিচালক (পিএন্ডডি) চৌধুরী আলমগীর হোসেন, নির্বাহী পরিচালক (এইচআর) মো. শফিকউল্লাহ, প্রকল্প পরিচালক মো. শফিকুর রহমান সহ উভয়পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।এসকেডি/পিআর

Advertisement