বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে রাজধানী ঢাকায় প্রবেশ এবং বের হওয়া ঠেকাতে আরও কঠোর হবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
Advertisement
রোববার (১৭ মে) থেকে ঢাকা মহানগরীতে প্রবেশ ও বের হওয়া পথে চেকপোস্ট ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি বলেছে, কোনো ব্যক্তি একান্ত জরুরি প্রয়োজন ছাড়া ঢাকা শহরে প্রবেশ বা ঢাকা শহর থেকে বাইরে যেতে পারবেন না।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
তবে ডিএমপির নির্দেশনা অনুযায়ী জরুরি সেবা ও পণ্য সরবরাহ কাজে নিয়োজিত সব যানবাহন এই নিয়ন্ত্রণের আওতামুক্ত থাকবে বলে জানানো হয়েছে।
Advertisement
ডিএমপির এ নতুন নির্দেশনা অনুযায়ী, যথোপযুক্ত কারণ ছাড়া কোনো ব্যক্তি যানবাহন ব্যবহার করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
জেইউ/এসআর/জেআইএম