জাতীয়

দ্বিগুণ হলো প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বাড়ি ভাড়া ভাতা

সাংবিধানিক পদদারীদের বাড়ি ভাড়া ভাতা প্রায় দ্বিগুণ করা হয়েছে।  সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রীসভার নিয়মিত বৈঠকে এ সংক্রান্ত আইন অনুমোদন দেয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভুইঞা সাংবাদিকদের একথা জানান।তিনি বলেন, প্রধানমন্ত্রী বাড়ি ভাড়া ভাতা পাবেন ১ লাখ টাকা। বর্তমানে পেয়ে থাকেন ৫০ হাজার টাকা। মন্ত্রীসভার সদস্য হিসেবে মন্ত্রীরা পাবেন ৮০ হাজার টাকা। বর্তমানে তারা বাড়ি ভাড়া ভাতা পান ৪৫ হাজার টাকা। আর স্বেচ্ছায় বেসরকারি বাড়িতে থাকলে ২৫ হাজার টাকা। একই পরিমাণ বাড়ি ভাড়া ভাতা পাবেন ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় নেতা, চিফ হুইপ।প্রতিমন্ত্রীরা পাবেন ৭০ হাজার টাকা। আগে বাড়ি ভাড়া ভাতা পেতেন ৪০ হাজার টাকা। একই ভাবে বিরোধী দলীয় উপনেতা, হুইপ, উপমন্ত্রীরা ৭০ হাজার টাকা করে বাড়ি ভাড়া ভাতা পাবেন। সংসদ সদস্যদের বাড়ি ভাড়া ভাতা নেই। এসএ/এসকেডি/পিআর

Advertisement