দেশজুড়ে

স্বাস্থ্যবিধি না মানায় শরীয়তপুরে মার্কেট-দোকানপাট বন্ধ

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শর্ত সাপেক্ষে ১০ মে থেকে সীমিত আকারে মার্কেট-দোকানপাট খোলার সুযোগ দিয়েছে সরকার। তবে শরীয়তপুরে মার্কেট ও দোকানগুলো সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানছে না মানুষ। ফলে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়া আশঙ্কায় মার্কেট, শপিং মল ও দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটি। শনিবার (১৬ মে) এক গণবিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক কাজী আবু তাহের এ তথ্য নিশ্চিত করেন।

Advertisement

মার্কেট, শপিং মল ও দোকান খোলা না রাখার বিষয়ে জেলা প্রশাসক বলেন, এই সিদ্ধান্ত রোববার (১৭ মে) সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কার্যকর থাকবে। একই সঙ্গে এক জেলা থেকে অন্য জেলায়, এক উপজেলা থেকে অন্য উপজেলায় সকল ধরনের গণপরিবাহন ও জনচলাচল বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা, চিকিৎসাসেবা, কৃষিপণ্য, নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য সরঞ্জাম সংগ্রহ ও পরিবহন এর আওতামুক্ত থাকবে।

গণবিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক কাজী আবু তাহের জানান, গত ১০ মে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সীমিত আকারে দেশের বিভিন্ন স্থানে সামাজিক দূরত্ব বজায় রেখে দোকান খোলার সুযোগ দিয়েছে সরকার। সেই মোতাবেক সকল মার্কেট, শপিং মল ও দোকানপাটে বিক্রয় শুরু হয়। কিন্তু জেলায় গত এক সপ্তাহে দেখা গেছে মার্কেট, শপিং মল ও দোকানপাটে কোনো ধরনের স্বাস্থ্য সুরক্ষার উপকরণ রাখা হচ্ছে না। ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে সামাজিক দূরত্ব একেবারেই বজায় রাখা হচ্ছে না। সেক্ষেত্রে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যেতে পারে। তাই সচেতন ব্যক্তিবর্গ ও করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্যরা এ সিদ্ধান্ত নিয়েছেন।

ছগির হোসেন/আরএআর/পিআর

Advertisement