কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে শতাধিক বাড়িঘর ভস্মীভূত হয়েছে। শনিবার (১৬) দিবাগত রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
Advertisement
উখিয়া ফায়ার সার্ভিসের কর্মী মো. জলিল জানান, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। ফায়ার সার্ভিসের কর্মী ও রোহিঙ্গাদের সম্মিলিত চেষ্টায় রাত ২টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ মো. ওবায়দুল্লাহ বলেন, আগুনে শতাধিক বাড়ি ও এনজিও পরিচালিত কিছু স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।
আরএআর/পিআর
Advertisement