‘কুমিল্লার জন্য আমরা’ স্লোগানকে ধারণ করে রমজানের প্রথমদিন থেকেই প্রতিরাতে ভাসমান লোকেদের মাঝে সাহরি বিতরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছে কয়েকটি সেচ্ছাসেবী সংগঠন। তারা মধ্যরাতের পর থেকে কুমিল্লা মহানগরীর বিভিন্ন এলাকায় ঘুরে ভিক্ষুক, ভবঘুরে, রিকশাচালক ও শহরের নিরাপত্তায় নিয়োজিত নাইট গার্ডদের মাঝে সাহরির খাবার বিতরণ করে আসছেন। কয়েকজন যুবকের এমন উদ্যোগ সাধারণ মানুষের মাঝে সাড়া ফেলেছে।
Advertisement
জানা যায়, রমজানের শুরুর দিন ২৫০ প্যাকেট খাবার দিয়ে এই কার্যক্রম শুরু হলেও ক্রমেই এই সংখ্যা বাড়তে থাকে। বর্তমানে প্রতিরাতে ৬শ লোকের সাহরির খাবারের যোগান দিচ্ছেন তারা। করোনার আতঙ্কের মাঝেই প্রতিদিন বেলা ১১টা থেকে মাঝরাত পর্যন্ত চলে তাদের এই কর্মযজ্ঞ।
কর্মসূচির মূল উদ্যোক্তা ফাহিম রহমান জানান, শুরুতে একটি সংগঠন (নাম প্রকাশে অনিচ্ছুক) আমার সঙ্গে এই কাজের জন্য এগিয়ে আসার আগ্রহ প্রকাশ করে। পরবর্তীতে গঠনতন্ত্র সংক্রান্ত জটিলতায় তারা পিছিয়ে যায়। কিন্তু আমরা হাল ছাড়িনি। ‘কুমিল্লার জন্য আমরা’ এই স্লোগানে একে একে মা-বাবা ফাউন্ডেশন, আশরাফী লঙ্গরখানা, প্রদীপ শিখা, Bd Clean Cumilla, দানশালা ফাউন্ডেশন, ফেসবুক গ্রুপ ‘ঠিকাচ্ছে?’, প্রত্যয়ী, মুভ ফর চেইঞ্জ, মানবতার আলো, ভোরের আলো সংগঠন, ছাত্রসেনা কুমিল্লা মহানগর ও সাহায্যের হাত বাড়ায়। বর্তমানে সংগঠনগুলোর বাইরেও অরও ব্যক্তি পর্যায়ে কয়েকজন আমাদের সঙ্গে এগিয়ে এসেছেন।
তিনি আরও বলেন, আমরা কুমিল্লার সকল স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে আয়োজনটা আরও ব্যাপকভাবে করতে চাই। আমরা সবাই চাইলে এই কুমিল্লার একটি মানুষও না খেয়ে থাকবে না।
Advertisement
কামাল উদ্দিন/এফএ/এমকেএইচ