খুলনা মেডিকেল কলেজের ল্যাবে এক চিকিৎসকসহ আরও পাঁচজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে একজন খুলনা মহানগরীর বাসিন্দা। বাকিরা বাগেরহাট, নড়াইল ও সাতক্ষীরার বাসিন্দা।
Advertisement
শনিবার (১৬ মে) রাতে তাদের নমুনা পরীক্ষা শেষে এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ।
তিনি বলেন, শনিবার খুমেকের ল্যাবে মোট ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে পাঁচজনের রিপোর্ট পজিটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে একজন নারী চিকিৎসক (৩১) রয়েছেন। তিনি নড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত।
বাকিরা হলেন- খুলনা মহানগরীর করিমনগর সংলগ্ন গোলদার পাড়া এলাকার এক যুবক (২২), বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা এলাকার এক ব্যক্তি (৫৫) ও সদর উপজেলার বিজয়পুর এলাকার এক নারী (৩০) এবং সাতক্ষীরার কলারোয়া উপজেলার এক ব্যক্তি (৩৭)।
Advertisement
আলমগীর হান্নান/এএম/এমকেএইচ