প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে নির্মিত হয়েছে ‘অনিল বাগচীর একদিন’ চলচ্চিত্রটি। ছবিটির মুক্তি দেয়ার জন্য লেখকের জন্মদিনকেই বেছে নিয়েছিলেন নন্দিত চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম।গেল মাসের শুরুতে তিনি জাগো নিউজকে বলেছিলেন, আগামী ১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের জন্মদিনে ছবিটি মুক্তি দিতে চান। এ বছরের জুলাইয়ে প্রশংসিত হয়ে সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘অনিল বাগচীর একদিন’। কিন্তু পরে জানা গেল, ছবিটি আসছে ১১ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশের সিনেমা হলে মুক্তি দেয়া হবে। এবার জানা গেল, বাংলাদেশের দর্শকদের আগেই ছবিটি দেখার সুযোগ পাচ্ছেন শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের দর্শক। জানা গেছে, দুটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছে মোরশেদুল ইসলাম পরিচালিত ‘অনিল বাগচীর একদিন’। শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য ‘কলম্বো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ প্রদর্শন ও প্রতিযোগিতা বিভাগে লড়বে ছবিটি। এছাড়া থাইল্যান্ডে ‘ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল ব্যাংকক’-এ প্রদর্শিত হবে এই ছবিটি। থাইল্যান্ডে এই উৎসব চলবে আসছে মাসের ১৩ থেকে ২২ নভেম্বর পর্যন্ত।প্রসঙ্গত, ছবিটি প্রযোজনা করেছে বেঙ্গল ক্রিয়েশনস। মুক্তিযুদ্ধভিত্তিক এই ছবিটিতে অভিনয় করেছেন গাজী রাকায়েত, জ্যোতিকা জ্যোতি, আরেফ সৈয়দ, তৌফিক ইমন, ফারহানা মিঠু, মিশা সওদাগরসহ আরো অনেকেই। এলএ/পিআর
Advertisement