গত ২৪ ঘণ্টায় ঠাকুরগাঁওয়ে নতুন করে আরও ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার (১৬ মে) বেলা ৩টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকার।
Advertisement
ঠাকুরগাঁওয়ের জেলা সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি অ্যান্ড রেফারেল সেন্টার থেকে এ তথ্য পাওয়া গেছে।
করোনায় আক্রান্তরা হলেন, সদর উপজেলার পৌরসভার ৫নং ওয়ার্ডের পূর্ব হাজীপাড়া বৈশাখী মোড় এলাকায় একজন সিনিয়র নার্স, বালিয়াডাঙ্গী উপজেলায় একজন, রাণীশংকৈল উপজেলায় একজন ও হরিপুর উপজেলায় ৩ জন। পূর্বের রিপোর্টসহ ঠাকুরগাঁও জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ৩৪ জন।
তিনি আরও বলেন, আক্রান্ত ৩৪ জনের মধ্যে ১৫ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।
Advertisement
এমএএস/এমকেএইচ