পদ্মা সেতুর মাটি পরীক্ষার কাজ শুরু হচ্ছে আজ। সেতুর মোট ২৬৬টি পিলারের মধ্যে ৬৬টি পিলারের স্থান নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে পাঁচটি পিলারের পয়েন্ট নিয়ে কিছুটা সমস্যা হওয়ায় কাজে সাময়িক বিলম্ব হচ্ছে। তবে দু’একদিনের মধ্যে এ সমস্যার সমাধান হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Advertisement
গত বৃহস্পতিবারই পদ্মা সেতুর মাটি পরীক্ষার কাজ শুরু হওয়ার কথা ছিল। তবে প্রস্তুতির অভাবে সেটা সম্ভব হয়নি। বুধবার সেতু ভবনের সংশ্লিষ্ট প্রকৌশলী, ঠিকাদার ও সেতু কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর শনিবার মাটি পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূলসেতু) দেওয়ান আব্দুল কাদের জানান, বৃহস্পতিবার মাটি পরীক্ষার কাজ শুরু করার কথা থাকলেও বিভিন্ন কারণে তা সম্ভব হয়নি। শনিবার থেকে এই কাজ শুরু হবে।
তিনি জানান, সেতুর মোট ২৬৬টি পিলারের মধ্যে মাওয়া প্রান্তের ৬৬টি পিলারের পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। তবে ৫টি পিলারের স্থানে দোকানঘর থাকায় এখানে মাটি পরীক্ষার কাজে সাময়িক অসুবিধা হচ্ছে। পদ্মা সেতুর জন্য অধিগ্রহণকৃত এসব জমির মালিককে পিলারের স্থান থেকে দোকানঘরসহ বিভিন্ন স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে।
Advertisement