দেশজুড়ে

দূরত্ব ছাড়াই ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড় করিয়ে ভাতা বিতরণ

বরিশালের মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নে বয়স্ক ও বিধবাভাতা বিতরণ করা হয়েছে। ভাতা বিতরণের সময় সামাজিক দূরত্ব নিশ্চিতে কোনো ব্যবস্থা না নেয়ায় একজন আরেকজনের গায়ের ওপর পড়ে লাইনে দাঁড়িয়ে ভাতা নিয়েছেন। শনিবার সকাল থেকে দিনব্যাপী চরকালেখান ইউনিয়ন পরিষদ কার্যালয়ে লোকসমাগম করে বয়স্ক ও বিধবা ভাতা দেয়া হয়েছে।

Advertisement

স্থানীয়রা জানায়, চরকালেখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা ভাতাভোগীদের একসময় একই স্থানে আসতে বলেন। এতে করে এ সমস্যার সৃষ্টি হয়েছে। সবাইকে একই সময়ে ইউনিয়ন পরিষদের সামনে উপস্থিত হতে বলায় ভাতাভোগীরা সকাল থেকে সমাগম হতে থাকেন। পরে সেখানে তাদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড় করিয়ে রাখা হয়। ব্যাংকের লোকজন ভাতা বিতরণ শুরু করলে একজন আরেকজনের গায়ের ওপর পড়ে লাইনে দাঁড়িয়ে ভাতা গ্রহণের জন্য অপেক্ষা করেন।

এ ব্যাপারে চরকালেখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোহসীন উদ্দীন খান বলেন, ইউনিয়নের ভাতাভোগীরা একত্রিত হওয়ায় সকালে কিছুটা ভিড় হয়। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় কমে যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভ্রা দাস বলেন, সামাজিক দূরত্ব নিশ্চিত করে বয়স্ক ও বিধবা ভাতা বিতরণ করার জন্য সংশ্লিষ্ট চেয়ারম্যান-মেম্বারদের নির্দেশনা দেয়া হয়েছিল। সামাজিক দূরত্বের বিধিনিষেধ সেখানে লঙ্ঘন হয়েছিল কি-না তা খতিয়ে দেখা হবে।

Advertisement

সাইফ আমীন/এএম/এমকেএইচ