করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে রাজবাড়ী জেলা শহরের প্রধান সবচেয়ে বড় কাপড়ের মার্কেটে প্রবেশের সব পথ বাঁশ দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে। শনিবার (১৬ মে) রাজবাড়ীর কাপড় বাজারের প্রতিটি প্রবেশপথে বাঁশের বেড়া দেখা যায়। ফলে কেউ কাপড় বাজারে প্রবেশ করতে পারেননি।
Advertisement
জানা গেছে, সরকারি নির্দেশনার আলোকে ১০ মে রাজবাড়ীর মার্কেট খোলেন ব্যবসায়ীরা। ওই দিন থেকে মার্কেটসহ অলিতে-গলিতে মানুষের উপচেপড়া ভিড় দেখা যায়। ব্যবসায়ী ও ক্রেতাদের কাউকে দেখা যায়নি সামাজিক দূরত্ব মানতে। ফলে করোনা সংক্রমণের ঝুঁকি দেখা দেয়ায় ১৪ মে থেকে পুনরায় রাজবাড়ী চেম্বার অব কমার্স মার্কেট বন্ধের সিদ্ধান্ত নেয় রাজবাড়ী চেম্বার কমার্স অব ইন্ডাস্ট্রি।
এদিকে রাজবাড়ী ও বালিয়াকান্দির মার্কেট বন্ধ হলেও এখনও খোলা রয়েছে পাংশা, গোয়ালন্দসহ বিভিন্ন স্থানের মার্কেট। যেখানে স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে কেনাকাটা করছে সাধারণ মানুষ। ফলে করোনা সংক্রমণে ঝুঁকি বাড়ছে।
রাজবাড়ী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি পরিচালিত বাজার মনিটরিং কমিটির আহ্বায়ক মো. সফিকুল ইসলাম সফি বলেন, বাজারঘাটে সবসময় জনসমাগম বেশি হয়। সেখান থেকে করোনা সংক্রমণের ঝুঁকি থাকে। যে কারণে ১৪ মে মার্কেট বন্ধ করা হয়েছে। বন্ধের সময় মার্কেটে যাতে কেউ প্রবেশ করতে না পারে সেজন্য উঁচু করে বাঁশ দিয়ে বেড়া দেয়া হয়েছে। এছাড়া সবাইকে সচেতন করতে মাইকে প্রচার করা হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান দুপুর ২টা পর্যন্ত খোলা হচ্ছে। বাকি সব দোকানপাট বন্ধ।
Advertisement
রুবেলুর রহমান/এএম/জেআইএম