খেলাধুলা

‘লাইভ আড্ডা’য় আসছেন সাবিনা-কৃষ্ণা-মারিয়া-মৌসুমীরা

গত বৃহস্পতিবার ‘বিপিএল প্লেয়ার্স আড্ডা’ নামে ফেসবুক লাইভ অনুষ্ঠানে করোনাকালীন সময়ে নিজেদের গল্প শুনিয়েছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের বেশ কয়েকজন তারকা খেলোয়াড়।

Advertisement

আশরাফুল ইসলাম রানা, নাবিব নেওয়াজ জীবন, রহমত মিয়া, ইমন মাহমুদ বাবুসহ ১৩ ফুটবলার করোনার সময়টা কিভাবে কাটাচ্ছেন, ফিটনেস কিভাবে ধরে রাখছেন এসব বিষয়ে আড্ডায় মেতেছিলেন। বাফুফের মিডিয়া বিভাগের কর্মকর্তা খালিদ নওমি ছিলেন এই লাইভ আড্ডার সঞ্চালক।

ছেলেদের পর এবার নারী ফুটবলাররাও আসছেন বাফুফে আয়োজিত এই লাইভ আড্ডায়। দেশের নারী ফুটবলারদের মধ্যে থেকে ৮-১০ জন তারকাকে বেছে নেয়া হবে এই আড্ডার জন্য। আগামী মঙ্গলবার বিকেলের দিকে শুরু হবে ফেসবুক লাইভ আড্ডা।

দেশের নারী ফুটবলের বড় মুখ সাবিনা খাতুন থাকবেন এই আড্ডায়। আরো যারা থাকবেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন-মিসরাত জাহান মৌসুমী, কৃষ্ণা রানী সরকার, মারিয়া মান্ডা, আঁখি খাতুন, সানজিদা আক্তার, মনিকা চাকমা, তহুরা খাতুন।

Advertisement

করোনার কারণে নারী ফুটবল লিগ মাঝপথে বন্ধ হয়ে গেলে খেলোয়াড়রা যে যার বাড়ি ফিরে গেছেন। বাফুফে ভবনে থেকে সারা বছর অনুশীলনে থাকা মেয়েদের জন্য এই অলস সময় পার করা কঠিন। তো কিভাবে তারা সময় কাটাচ্ছেন, ফিটনেস ধরে রাখতে কে কি করছেন-এসব উঠে আসবে নারী তারকা ফুটবলারদের লাইভ আড্ডায়।

আরআই/এমএমআর/জেআইএম