জাতীয়

৬৫ বছর বয়সী এমপির করোনা জয়

করোনাভাইরাস থেকে সৃষ্ট রোগ কোভিড-১৯ মুক্ত হয়েছেন নওগাঁ-২ আসনের এমপি শহীদুজ্জামান সরকার। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সরকারি বাসায়ই চিকিৎসা নিচ্ছিলেন সাবেক এই হুইপ। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অবস্থিত এমপিদের জন্য বরাদ্দকৃত নিজ ফ্ল্যাটেই ছিলেন তিনি।

Advertisement

আজ শনিবার সকালে তার নমুনা পরীক্ষার পর ফল নেগেটিভ আসে বলে এমপি নিজেই জাগো নিউজকে নিশ্চিত করেন।

এ বিষয়ে এমপি বলেন, ‘আজ আবার পরীক্ষা করার পর নেগেটিভ এসেছে। আমি এজন্য দেশবাসীর কাছে দোয়া চাই।’

জানা যায়, সংসদ সদস্যের মেডিকেল সেন্টারের চিকিৎসক ছাড়াও হলি ফ্যামিলির এক চিকিৎসকের অধীনে বাসায় থেকেই চিকিৎসা নিয়েছেন তিনি।

Advertisement

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ৬৫ বছর বয়সী শহীদুজ্জামান সরকার ডায়াবেটিসেও আক্রান্ত। বয়স্ক মানুষ ও অন্যান্য রোগে আক্রান্তদের করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঝুঁকি তুলনামূলক বেশি।

জানা যায়, ২৮ এপ্রিল নিজ নির্বাচনী এলাকা থেকে রাজধানীতে আসেন শহীদুজ্জামান সরকার। এরপর তার শরীরে জ্বর দেখা দেয়। এরপর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) তার নমুনা পরীক্ষার পর করোনার ফল পজিটিভ আসে।

এইচএস/এনএফ/জেআইএম

Advertisement