করোনায় আক্রান্ত সারা বিশ্ব। সিঙ্গাপুরেও আঘাত এনেছে প্রাণঘাতী এ ভাইরাস। সেখানে চলছে লকডাউন।
Advertisement
এই পরিস্থিতিতে সিঙ্গাপুরে আটকে রয়েছেন প্রায় ৩ লক্ষ ভারত ও বাংলাদেশের শ্রমিক। সিঙ্গাপুর সরকার শ্রমিকদের পাশে থাকার সকরকম চেষ্টাই করে যাচ্ছে।
পাশাপাশি, শ্রমিকদের মনোবল বৃদ্ধির জন্য এবং তাদের উৎসাহ দিতে, লড়াই করার শক্তি যোগাতে সিঙ্গাপুর সরকারের পক্ষ থেকে একটি বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। যে উদ্যোগে যৌথভাবে সামিল রয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা দর্পণ।
সিঙ্গাপুরের সরকারের সঙ্গে মিলিতভাবে দর্পণ এই উদ্যোগের নাম 'আমার তোমার, সবার কথা' (Our Stories Your Stories)।
Advertisement
এখানে অনলাইনে নিজের গল্প, গান, কবিতাসহ নানান কিছু শোনাবেন তারকারা। আর সিঙ্গাপুর সরকার ও দর্পনের এই উদ্যোগে সামিল হয়েছেন বাংলাদেশের অভিনেতা ফেরদৌস আহমেদ ও কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
এ উদ্যোগে আরও আছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, গায়িকা লোপামুদ্রা মিত্র, বাংলাদেশের পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীসহ অনেকেই। এটি পরিচালনা করছেন সার্থক দাশগুপ্ত।
ঋতুপর্ণা সেনগুপ্ত এই মুহূর্তে নিজের পরিবারের সঙ্গে সিঙ্গাপুরেই রয়েছেন। তাই তার সঙ্গেই সর্বপ্রথম এই প্রকল্পের জন্য যোগাযোগ করা হয়। তিনি রাজিও হয়ে যান। এ উদ্যোগে অংশ নেয়ার অভিজ্ঞতা জানিয়ে ঋতুপর্ণা জানান, 'আমি এই প্রকল্পের সঙ্গে যুক্ত হতে পেরে খুব খুশি। দর্পণের পক্ষে শ্রেয়সী সেন ও সিঙ্গাপুর সরকারের পক্ষ থেকে এই প্রস্তাব আমার কাছে আসে। প্রকল্পটা খুবই গুরুত্বপূর্ণ। কঠিন এই সময়ে আমরা যদি শ্রমিকদের উদ্বুদ্ধ করার জন্য কিছু করতে পারি, তাহলে ভালো লাগবে। এটা খুবই ভালো উদ্যোগ।'
ফেরদৌস বলেন, 'সিঙ্গাপুরে আমাদের দেশের অনেক শ্রমিক আটকে আছেন। তাদের মনোবল বাড়াতে ও লড়াইয়ের উৎসাহ যোগাতে কিছু করার সুযোগ পেয়ে আমি ধন্য। এই চমৎকার উদ্যোগের আয়োজকদের ধন্যবাদ জানাই আমি। সিঙ্গাপুর সরকারের মানবিকতার প্রতি শ্রদ্ধা রইলো।'
Advertisement
এলএ/এমএবি/এমকেএইচ