প্রাণ-আরএফএল গ্রুপের চলমান খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে নাটোরের বিভিন্ন স্থানে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। দেশজুড়ে সাধারণ ছুটি শুরু হলে অসহায় ও দরিদ্র পরিবারগুলোর মাঝে কয়েক ধাপে খাদ্যসামগ্রী বিতরণ করে প্রাণ-আরএফএল গ্রুপ।
Advertisement
মঙ্গলবার নাটোর শহরের দুটি প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীসহ কয়েকটি স্থানে এক হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসব খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে- চাল, ডাল, আলু, লবণ ও তেল। খাদ্যসামগ্রী বিতরণের সময় নাটোর জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, প্রাণ এগ্রো লিমিটেডের জেনারেল ম্যানেজার হযরত আলীসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে চলতি মাসে দুই দফায় প্রাণ আরএফএল গ্রুপের পক্ষ থেকে রাজধানীর বিভিন্ন স্থানে এবং চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, রংপুর, নাটোর, মানিকগঞ্জ, নরসিংদী, গাজীপুর, কিশোরগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, রাজশাহী, বগুড়া, বরিশালসহ আরও কয়েকটি জেলার প্রায় ৫০ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
Advertisement
বিএ/জেআইএম