চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে জেলা প্রশাসনের দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের একজন চিকিৎসক ও আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৯ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুইজন, মারা গেছেন একজন।
Advertisement
শনিবার (১৬ মে) দুপুরে চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় ও শনিবার সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব থেকে মোট ১০৯টি নমুনা পরীক্ষার প্রতিবেদন আসে। এর মধ্যে ৩৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে জেলা প্রশাসনের দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সদর হাসপাতালের একজন চিকিৎসক ও আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৯ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন।
উল্লেখ্য, গত ১৯ মার্চ চুয়াডাঙ্গায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হন ইতালিফেরত এক যুবক। তার বাড়ি আলমডাঙ্গায়। ইতোমধ্যে ওই যু্বকসহ দুইজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
Advertisement
সালাউদ্দীন কাজল/আরএআর/এমএস