ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মো. জাহাঙ্গীর (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৫ মে) রাতে উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের কাদৈর-কুড়িনাল সড়কে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর ওই ইউনিয়নের বাড্ডা এলাকার মৃত লিল মিয়ার ছেলে।
Advertisement
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় ইফতারের পর বাড়ি থেকে বের হন জাহাঙ্গীর। এরপর রাত সাড়ে ৮টার দিকে বাড়ি ফেরার পথে কাদৈর-কুড়িনাল সড়কে একদল দুর্বৃত্ত জাহাঙ্গীরকে ধারালো অস্ত্র দিয়ে জাহাঙ্গীরের কপালে ও মুখে কোপায়। এরপর তাকে রক্তাক্ত অবস্থায় সড়কের পাশের জমির কাদামাটিতে ফেলে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা জাহাঙ্গীরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাত সোয়া ১০টার দিকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনোজিত রায় বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
আজিজুল সঞ্চয়/জেডএ
Advertisement