জাতীয়

চট্টগ্রামে করোনা সাড়ে ছয়শ ছুঁইছুঁই, নতুন ৬৮

চট্টগ্রাম বিভাগে সর্বশেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় ৮৫ জনের শরীরে কররোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে এক চিকিৎসকসহ চট্টগ্রাম জেলার ৬৮ জন। বাকি ১৭ জন বিভাগের বিভিন্ন জেলার। এ নিয়ে চট্টগ্রাম জেলায় করোনা শনাক্ত হয়েছে ৬৪১ নারীপুরুষের শরীরে।

Advertisement

শুক্রবার (১৫ মে) চট্টগ্রামের তিনটি ল্যাবে নমুনা পরীক্ষায় করোনার এই সংক্রমণ শনাক্ত হয়।

চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জানিয়েছেন, চট্টগ্রামের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) ল্যাবে ২৫৫ জনের নমুনা পরীক্ষায় ২৫ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১৭ জন চট্টগ্রামের, যার মধ্যে নগরীর ১৩ জন এবং আনোয়ারা ও সীতাকুণ্ডের ৪ জন। বাকি ৯ জন অন্য জেলার।

চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ল্যাবে ১২৮টি নমুনা পরীক্ষায় ৪৭ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। সবাই চট্টগ্রাম জেলার বাসিন্দা। ৪৫ জন চট্টগ্রাম মহানগরীর এবং দুজন সীতাকুণ্ড ও বোয়ালখালী উপজেলার বাসিন্দা।

Advertisement

এদিকে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে ১২৮টি নমুনা পরীক্ষায় ১৩ জনের সংক্রমণ ধরা পড়েছে। তাদের মধ্যে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ৩ জন ও চন্দনাইশের ১ জন। বাকি ৯ জন বিভাগের অন্য জেলার।

চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯৪ জন। করোনায় মারা গেছেন ৩১ জন। এ ছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ২০ জনের বেশি নারী-পুরুষ।

জেডএ

Advertisement