পঞ্চগড়ে এবার এক শিশুসহ আরও চারজনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে দেবীগঞ্জ উপজেলায় তিনজন এবং তেঁতুলিয়ায় একজন। নতুন আক্রান্তদের সকলে ঢাকা ও নারায়ণগঞ্জ ফেরত। শুক্রবার রাতে সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
Advertisement
স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জেলার দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের শেখবাধা গ্রামের ১২ বছরের এক শিশু ও ৩০ বছর বয়সী এক নারী এবং একই ইউনিয়নের বাবুপাড়া গ্রামের ২৫ বছর বয়সী এক পুরুষের করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।
অন্যদিকে, তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের কামাতপাড়া গ্রামের ৩৫ বছর বয়সী এক পুরুষের করোনা শনাক্ত হয়েছে। দেবীগঞ্জ উপজেলার তিনজনই ঢাকা ফেরত এবং তেঁতুলিয়া উপজেলার একজন নারায়ণগঞ্জ ফেরত। ১৩ মে এদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এ নিয়ে জেলায় মোট ৭০৮ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জনের করোনা শনাক্ত পাওয়া যায়। এদের মধ্যে ৭ জন সুস্থ হয়েছেন।
সিভিল সার্জন ডা. ফজলুর রহমান জানান, নতুন আক্রান্তদের সকলে হোম কোয়ারেন্টাইনে ছিলেন। করোনা শনাক্ত হওয়ার পর তাদের বাড়িতেই আইসোলেশনে থাকার জন্য বলা হয়েছে। তাদের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি বাড়তি সতর্কতার জন্য লকডাউন করা হয়েছে।
Advertisement
সফিকুল আলম/এমএএস/জেআইএম