দেশজুড়ে

ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ফরিদপুরের সদরপুর উপজেলার নাজিম উদ্দিন হাওলাদার কান্দি গ্রামের গৃহবধূ দুলুফা বেগমকে (২০) পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী মিঠু দেওয়ানকে (২৪) মৃত্যুদণ্ড দিয়েছেন জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। এছাড়াও আসামিকে আরো ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।সোমবার আদালতের বিচারক বজলুর রহমান এ আদেশ দেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাড. বাবু মোল্লা ও বাদী পক্ষের আইনজীবী অ্যাড. দুলাল চন্দ্র সরকার জানান, ২০১০ সালের মার্চ মাসে সদরপুর উপজেলার শুকুর আলী দেওয়ানের ছেলে মিঠু দেওয়ান দুলুফা বেগমকে বিয়ে করেন। ওই বছরের ১৩ মে রাতে যৌতুকের দাবিতে স্বামীসহ বাড়ির লোকেরা তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেন। এ ঘটনায় একই বছরের ১৪ মে নিহতের দাদা সালাম তালুকদার বাদী হয়ে মিঠু দেওয়ান ও তার বাবা শুকুর আলী দেওয়ানসহ তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ এ ঘটনায় মিঠু ও তার বাবাকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে। পরবর্তীতে মিঠুর বাবা শুকুর আলীর মৃত্যু হয়।সোমবার রায় প্রদানকালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মিঠু দেওয়ান আদালতে উপস্থিত ছিলেন। এস.এম. তরুন/এমজেড/পিআর

Advertisement