ক্রিকেট ইতিহাসে এতবড় ওপেনিং পার্টনারশিপ আর কারো মধ্যে হয়নি। অন্তত দু’দিন আগে এক টুইটে আইসিসি সেটাই জানিয়ে দিয়েছে। আট হাজারের বেশি রান উঠেছে এই দুই ব্যাটসম্যানের ওপেনিং জুটিতে।
Advertisement
বাইশ গজের এই জুটি কিন্তু বাস্তবেও ছিলো দুর্দান্ত। কেমন সেটা? শচীন টেন্ডুলকারের একটি ছবি পোস্ট করা এবং এ নিয়ে একচত্র লেখা দিয়েই বিচার করা সম্ভব। অনুর্ধ্ব-১৫ বয়সভিত্তিক ক্রিকেট থেকেই একসঙ্গে পথ চলা শুরু দুই কিংবদন্তির। যা শেষ হয়েছে ওয়ানডে ক্রিকেটে ১৭৬ বার জুটি বেধে ৮,২২৭ রান সংগ্রহ করার মধ্য দিয়ে।
ভারতীয় ক্রিকেটের দুই ব্যাটিং গ্রেট একদিন কলকাতায় একসঙ্গে ঘরোয়া পরিবেশে ডিনার করেছিলেন। সৌরভই ছিলেন সেই ডিনারের আয়োজক, তার নিজের বাড়িতে। সেই ডিনারের ছবিই ইনস্টাগ্রামে পোস্ট করে দারুণ নস্টালিজক হয়ে উঠলেন শচিন টেন্ডুলকার।
বৃহস্পতিবার স্মৃতির সরণি বেয়ে টেন্ডুলকার ফিরে গেলেন ক্যারিয়ারের প্রায় শুরুর দিনগুলোয়। যখন বিশ্ব ক্রিকেট ধীরে ধীরে পরিচিত হচ্ছে শচিন-সৌরভের জুটির সঙ্গে। সে সময় কলকাতা সফরকালে এক সন্ধ্যায় বেহালার বীরেন রায় রোডের বাড়িতে ডিনারে আমন্ত্রিত অতিথি ছিলেন ছোটবাবু (শচিন)।
Advertisement
একদা সতীর্থের বাড়িতে আমন্ত্রিত অতিথি হিসেবে সেই সন্ধ্যার একটি দুর্লভ ছবি এদিন শচিন শেয়ার করলেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে। ছবিটিতে দেখা যাচ্ছে, ডিনার টেবিলে একইসঙ্গে বসে রাত্রিকালীন খাবার খেতে ব্যস্ত শচিন টেন্ডুলকার এবং সৌরভ গাঙ্গুলি। পেছনে দাঁড়িয়ে গোটা ব্যাপারটা তদারকি করছেন সৌরভের মা নিরুপা গাঙ্গুলি। এছাড়াও ছিলেন বাড়ির অন্যরা।
সোশ্যাল মিডিয়ায় ছবিটি পোস্ট করে লিটল মাস্টার লেখেন, ‘দাদির বাড়িতে কাটানো একটা মজার সন্ধে ফিরে দেখা। ঊষ্ণ আতিথেয়তার সঙ্গে সুস্বাদু সব খাবার। আশা করি তোমার মা ভালো আছেন। উনাকে আমার প্রণাম।’ স্বাভাবিকভাবেই শচিনের এই পোস্ট বেশ মন কেড়েছে অনুরাগীদের।
View this post on InstagramA post shared by Sachin Tendulkar (@sachintendulkar) on May 14, 2020 at 4:32am PDT
Advertisement
দুইদিন আগে আইসিসি’র একটি পোস্টকে কেন্দ্র করে মাঠ এবং মাঠের বাইরে দুই বন্ধুর দুর্দান্ত বোঝাপড়ার সাক্ষী হয় ইন্টারনেট দুনিয়ার মানুষরা। ক্রিকেটের ৫০ ওভারের ফর্ম্যাটে সবচেয়ে সফল জুটির পরিসংখ্যান তুলে ধরে মঙ্গলবার একটি টুইট করে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি।
বিদেশের মাঠে কোনও এক ম্যাচে শচিন এবং সৌরভের জুটির একটি মুহূর্তের ছবি দিয়ে ক্যাপশনে লিখে দেয়, ‘একদিনের ক্রিকেটে শচিন টেন্ডুলকার এবং সৌরভ গাঙ্গুলি। পার্টনারশিপ : ১৭৬ ইনিংস, রান : ৮২২৭, গড় : ৪৭.৫৫। একদিনের ক্রিকেটে আর অন্য কোনও জুটি ৬ হাজার রানের গন্ডিও টপকাতে পারেনি।’ আইসিসি’র টুইটের পাল্টা সৌরভ গাঙ্গুলিকে ট্যাগ করে শচিন লেখেন, ‘অনেক স্মৃতি ভিড় করে আসছে দাদি।’
একইসঙ্গে বিসিসিআই প্রেসিডেন্টকে একটা চ্যালেঞ্জিং প্রশ্নও ছুঁড়ে দেন তিনি। সৌরভকে তিনি জিজ্ঞেস করেন, ‘তোমার কী মনে হয়, বৃত্তের বাইরে ৪ জন ফিল্ডার এবং দু’টো নতুন বলে খেলা হলে আমরা জুটিতে আরও কত রান যোগ করতে পারতাম।’
Sachin Tendulkar Sourav Ganguly in ODIs: Partnerships: 176 Runs: 8,227 Average: 47.55No other pair has crossed even 6,000 runs together in ODIs pic.twitter.com/VeWojT9wsr
— ICC (@ICC) May 12, 2020উত্তর দিতে দেরি করেননি বিসিসিআই প্রেসিডেন্ট। শচিনের প্রশ্নের উত্তরে পালটা সৌরভ লেখেন, ‘আরও ৪ হাজার রান তো বটেই কিংবা তারও বেশি। দুটো নতুন বল…, দুর্দান্ত…, মনে হচ্ছে ম্যাচের প্রথম ওভারেই একটা কভার ড্রাইভে বল বাউন্ডারির সীমানা পার হয়ে গেল…, বাকি ৫০ ওভারেও একই ঘটনার পুনরাবৃত্তি।’
আইএইচএস/