দেশজুড়ে

রংপুরে করোনায় আক্রান্তের সংখ্যা ২০০ ছাড়ালো

রংপুর জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দুইশ ছাড়ালো। গত ২৪ ঘণ্টায় রংপুর মেডিকেল কলেজের (রমেক) পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে জেলায় ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০১ জন।

Advertisement

এছাড়াও কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার আরও তিনজন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।

তিনি জানান, রমেকের অনুজীব বিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনার পরীক্ষা সম্পন্ন হয়। এতে রংপুরসহ তিন জেলার ৩১ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে রংপুর মেট্রোপলিটন পুলিশের চার সদস্য, জেলা পুলিশ লাইন্সের এক সদস্য, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আনসার ক্যাম্পের ১০ সদস্য, রংপুর নগরীর নিউ জুম্মপাড়া এলাকার ছয়জন, নগরীর কামারপাড়া, বাহার কাছানা, ধাপ লালকুঠি, সাতগাড়া, মেডিকেল পশ্চিম গেট এলাকা এবং পীরগঞ্জ ও পীরগাছা উপজেলায় একজন করে রয়েছেন।

এদের মধ্যে মেডিকেল পশ্চিম গেট এলাকার আক্রান্ত ব্যক্তি ফার্মাসিস্ট। এ নিয়ে রংপুর জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২০১ জন।

Advertisement

এছাড়াও কুড়িগ্রামের ভুরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলার একজন করে এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে চিকিৎসাধীন লালমনিরহাট জেলার একজন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন।

জিতু কবীর/এফএ/জেআইএম