অর্থনীতি

পুলিশ‌কে ফেস শিল্ড উপহার দিল ব্র্যাক ব্যাংক

ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) এক হাজার পিস সিই সত্যায়িত ফেস শিল্ড উপহার দিয়েছে ব্র্যাক ব্যাংক। শুক্রবার (‌১৫ মে) ব্র্যাক ব্যাংকের পক্ষ থে‌কে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়ে‌ছে।

Advertisement

করোনা প্রতিরোধে মাঠপর্যায়ে কাজ করা পুলিশদের সুরক্ষা নিশ্চিত করতে ডিএমপিকে আমদানিকৃত এ ফেস শিল্ড উপহার দিয়েছে ব্র্যাক ব্যাংক।

এ বিষয়ে ব্যাংকটির জেনারেল সার্ভিসেস ও প্রকিউরমেন্ট বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) তুষার কান্তি চাকমা বলেন, ব্র্যাক ব্যাংক কোভিড-১৯ মোকাবিলায় তার সহযোদ্ধাদের প্রতি সমর্থন প্রদানে বদ্ধপরিকর। বরাবরের মতো এবারও মহামারি মোকাবিলায় আমাদের পুলিশ সদস্যরা অগ্রণী ভূমিকা পালন করছেন। তারা কেবল আইন প্রয়োগের বিষয়টিই নিশ্চিত করছেন না, সেই সঙ্গে নাগরিকদের ঘরে থাকতে, সামাজিক দূরত্ব বজায় রাখতে, ত্রাণ সরবরাহে এবং ক্ষতিগ্রস্তদের হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও প্রশংসনীয় কাজ করছেন।

তিনি বলেন, মহামারি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্র্যাক ব্যাংক তাদের সঙ্গে যুক্ত হতে পেরে গর্বিত। এই মাসের শুরুতে, ব্র্যাক ব্যাংক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রদানকারীদের ব্যবহারের জন্য পিপিই উপহার দিয়েছিল।

Advertisement

১১ লাখেরও বেশি গ্রাহক নিয়ে ব্র্যাক ব্যাংক ১৮ বছরেই দেশের সবচেয়ে বৃহৎ জামানতবিহীন এসএমই অর্থায়নকারী ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেশের ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা ও নিয়মানুবর্তিতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ব্র্যাক ব্যাংক।

এসআই/এফআর/পিআর