রাজধানীর আদাবরে অবৈধ ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল (ভিওআইপি) ব্যবসার সরঞ্জামসহ আতিকুল হাসান নামে একজনকে আটক করেছে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব)।
Advertisement
বৃহস্পতিবার (১৪ মে) দিনগত রাতে আদাবরের মুনসুরাবাদ হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব-২ এর একটি দল।
র্যাব-২ এর মেজর এইচ এম পারভেজ আরেফিন জানান, মুনসুরাবাদ হাউজিং এলাকায় সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে একটি চক্র অবৈধ ভিওআইপি ব্যবসা করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পলায়নকালে আতিকুল হাসানকে আটক করা হয়।
পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে একটি বাসা থেকে বিপুল পরিমাণ ভিওআইপি ব্যবসার সরঞ্জাম উদ্ধার করে। এর মধ্যে রয়েছে- ৩২ অ্যান্টেনার চারটি সিম বক্স, জিপিআরএস ব্লকার, দেড়হাজার সিম, ইউপিএস ও রাউটার।
Advertisement
আটক হাসান দীর্ঘদিন ধরে বৈদেশিক কল আদান-প্রদানে ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
জেইউ/এফআর/পিআর