করোনাভাইরাস মোকাবিলায় দ্বিতীয় প্রতিষ্ঠান হিসেবে অ্যান্টিবডি টেস্টে পাবলিক হেলথ ইংল্যান্ডের (পিএইচই) অনুমোদন পেল অ্যাবোট ল্যাবরেটরিজ।
Advertisement
যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা তাৎক্ষণিকভাবে যুক্তরাজ্যকে ৫০ লাখ টেস্টিং কিট দিতে প্রস্তুত রয়েছে। ইতোমধ্যেই ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচকে) ল্যাবে কিছু সংখ্যক কিট পাঠানো হয়েছে বলেও জানিয়েছে অ্যাবোট কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার অ্যাবোটের ল্যাবভিত্তিক অ্যান্টিবডি টেস্টের অনুমোদন দেয় পিএইচই। এর আগে, গত সপ্তাহে এই পরীক্ষায় সবুজ সংকেত পেয়েছে সুইস ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান রশ।
সম্প্রতি রশের টেস্টের কার্যকারিতার হার নিয়ে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছে। পিএইচই জানিয়েছিল, সুইস প্রতিষ্ঠানটির টেস্ট শতভাগ নিখুঁত। তবে রশ জানিয়েছে, তাদের টেস্টে সফলতার হার ৯৯ দশমিক ৮ শতাংশ।
Advertisement
অ্যাবোট জানিয়েছে, তাদের টেস্টের সফলতার হার ৯৯ দশমিক ৭ শতাংশ থেকে একশ’ শতাংশের মধ্যে। তবে কতগুলো নমুনা পর্যালোচনা করে তাদের অনুমোদন দেয়া হয়েছে তা পরিষ্কার করেনি পিএইচই।
আশা করা হচ্ছে, ভাইরাসের বিস্তার শনাক্তকরণ এবং লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিতে সহায়তা করবে এই অ্যান্টিবডি টেস্ট। যদিও অ্যান্টিবডিগুলো ভবিষ্যতে সংক্রমণ থেকে কিছুটা সুরক্ষা দেয়, তবে এই প্রতিরোধ কত দিন স্থায়ী হবে তা এখনও পরিষ্কার নয়।
সূত্র : ফিন্যানসিয়াল টাইমস
কেএএ/জেআইএম
Advertisement