চাঁদপুরে গত দুদিনে পাঁচজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ জন। এর মধ্যে চারজন মারা গেছেন, সুস্থ হয়েছেন ১৪ জন। বাকিরা চিকিৎসাধীন। শুক্রবার (১৫ মে) দুপুরে চাঁদপুর সিভিল সার্জন অফিস এসব তথ্য জানিয়েছে।
Advertisement
এদিকে চাঁদপুরের আট উপজেলায়ই বর্তমানে করোনা আক্রান্ত রোগী রয়েছে। দিন দিন জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। লকডাউন কিংবা সামাজিক দূরত্ব মানছে না কেউ। ফলে গোটা জেলায় এখন আতঙ্ক বিরাজ করছে।
চাঁদপুরের সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ জানান, শুক্রবার জেলার মোট ৪০ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে। এর মধ্যে একজনের করোনা পজিটিভ পাওয়া গেছে। তার বাড়ি হাজীগঞ্জ উপজেলায়। ৩৯ জনের রিপোর্ট করোনা নেগেটিভ এসেছে। এছাড়াও গতকাল বৃহস্পতিবার চাঁদপুরে আরও চারজন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে চাঁদপুরে করোনা আক্রান্ত ৬৫ জনের মধ্যে চাঁদপুর সদরে ৩৭ জন, ফরিদগঞ্জে ৭, মতলব উত্তরে ৬, হাজীগঞ্জে ৫, মতলব দক্ষিণ তিন, কচুয়ায় তিন, হাইমচরে দুই ও শাহরাস্তিতে দুজন রয়েছেন। এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তি রোগীর সংখ্যা ৫৭ জন। ইতোমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৪৫ জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ১১ জন।
Advertisement
ইকরাম চৌধুরী/আরএআর/পিআর